সম্পাদকীয়

 

আমরা জাস্টিস চাই

আমরা জাস্টিস চাই, আমি জাস্টিস চাই। মা-বাবার থেকে চাই, আত্মীয়স্বজনের থেকে চাই, বন্ধুবান্ধবদের থেকে চাই, পাড়া-প্রতিবেশীদের থেকে চাই, স্কুল কলেজ অফিসে চাই, অথচ জাস্টিস সর্বত্র অধরা।

আমরা চাই, শুধু চাই, আমরা কি দেই। আমরা কি মা বাবার প্রতি জাস্টিস করি, ভাইবোনদের প্রতি, আত্মীয়-স্বজনের প্রতি, বন্ধুবান্ধবদের প্রতি, পাড়া-প্রতিবেশীদের প্রতি, অফিসের সহকর্মীদের প্রতি, এমনকি স্ত্রী পুত্র কন্যাদের প্রতি।

আদতে আমরা কেউ জাস্টিস দেবো না, শুধু জাস্টিস চাইবো।

...জাস্টিস তাই সর্বত্র অধরাই থেকে যাবে, কারণ জাস্টিস দিলেই জাস্টিস পাওয়া যায়। তাই আমাদের প্রধান প্রশ্ন, আমরা কি আমাদের প্রতিও সেই অর্থে জাস্টিস করেছি বা জাস্টিস করতে পেরেছি।


১৫ সেপ্টেম্বর, ২০২৪