সম্পাদকীয়

 

শুভ পঁচিশে বৈশাখ।

বাঙালির জীবনে বাংলা নববর্ষ যে আবেগ বয়ে আনে, রবীন্দ্র জন্মজয়ন্তী বাঙালি জীবনে ততোধিক আবেগ বয়ে আনে। বাঙালির প্রাণে, মনে রবীন্দ্রজীবন ভাবনা একটা বড় পরিসর নিয়ে আছে। কবিতা, ছোটগল্প, উপন্যাস, প্রবন্ধ, গীতিনাট্য, নৃত্যনাট্য, সর্বোপরি রবীন্দ্রসংগীত বাঙালির জীবনজুড়ে সর্বত্র বিচরণ করে। আনন্দ-বেদনা, জীবন-মৃত্যুর প্রতিটি মুহূর্তে রবীন্দ্রনাথ বারে বারে এসে ধরা দেন। প্রেম-ভালোবাসা, বিরহ-বেদনায় রবীন্দ্রকবিতা ও গান আমাদের শক্ত করে আঁকড়ে ধরে থাকে। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাঙালি সত্ত্বা তাই আজ অসম্পূর্ণ। রবীন্দ্রমাধুরী দিয়ে ভরা এই বাঙালি জীবন রূপে, রসে, বর্ণে, গন্ধে ভরা এক প্রাণোচ্ছল জীবন। এখানেই বাঙালি এক ব্যতিক্রমী জীবন বহন করে চলেছে, যা অন্য সংস্কৃতি, বিশেষ করে অন্য ভারতীয় সংস্কৃতি থেকে বহুযোজন এগিয়ে রয়েছে।

বাঙালির ভাবনা, চিন্তা ও মননে তাই রবীন্দ্রনাথ একজন অবিসংবাদিত প্রাণপুরুষ, যাঁকে আমরা প্রতিদিন, প্রতিমুহূর্তে স্মরণ, বরণ করে চলেছি। সে কারণে আমাদের জীবনে প্রতিদিনই শুভ পঁচিশে বৈশাখ, প্রতিদিনই শুভ রবীন্দ্রজয়ন্তী।

পরিশেষে ওঁনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলি -
"বাঙালির প্রাণ, বাঙালির মন,
বাঙালির ঘরে যত ভাই-বোন
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান।"


সুদীপ কুমার ধর
সম্পাদক, সমন্বয়

১৫ মে, ২০২৩