স্বাগত ১৪৩০ বঙ্গাব্দ।
পুরোনোকে পিছনে ফেলে নতুন বছরের পথ ধরে এগিয়ে চলা এবং পুরোনোর যা কিছু ভুল, ভ্রান্তি, সীমাবদ্ধতা তাকে অতিক্রম করে নব উদ্যমে সাফল্যের পথে এগিয়ে চলা এটাই হলো আমাদের মূলমন্ত্র। 'সমন্বয়' ওয়েব ম্যাগাজিন চালাতে গিয়ে সম্পাদকমন্ডলীর যে সামান্য অভিজ্ঞতা হয়েছে, তাকে পুঁজি করে এই পত্রিকাটিকে সমস্ত স্তরের মানুষের কাছে গ্রহনযোগ্য করে তোলাই হলো নতুন বছরে আমাদের অঙ্গীকার।
আমাদের চতুর্থ সংখ্যাটি পয়লা বৈশাখের শুভ দিনে প্রকাশিত করা হবে। তাই এই সংখ্যাটিকে 'বিশেষ সংখ্যা' হিসেবে পরিবেশন করতে চলেছি।
এই সংখ্যার 'বিবিধ' বিভাগে আছে সজল রায়চৌধুরীর 'ভাষার মজা, মজার ভাষা' ও দেবাশিস সেনগুপ্তের 'ক্রিকেটের রাজপুত্র সেলিম দুরাণি' ও আরও অনেক লেখা।
প্রবন্ধ বিভাগে আছে লিটিল ম্যাগাজিনের ইতিহাস ও অতীন্দ্রিয় পাঠকের 'সময়খচিত এই ব্রহ্মান্ডের সূত্র-অনুসন্ধানে'। আর আছে পুস্তক পরিচিতি 'শূন্য থেকে শুরু' ও স্বপ্না সাহার সুন্দর লেখনি।
দেশবিদেশ ও ভ্রমণ বিভাগে আছে রুপকথার দেশ নিউজিল্যান্ড (ধারাবাহিক), অনুসোমা দাসের 'সিকিম - দি এ্যাবড অফ গড' ও সফিউল আলমের 'বিদ্ধাঙ ডায়েরি'।
কবিতায় যে কবিদের পেয়েছি, তাঁরা হলেন যথাক্রমে কেতকীপ্রসাদ রায়, চিরঞ্জীব হালদার, অমিত কাশ্যপ, সঞ্জীব চক্রবর্তী, স্বরাজ সাহা, সুধাংশু সাহা, চিরদীপ গুপ্ত, কাকলি গুপ্ত ও ছোট্ট কবি চিত্রালি দত্ত রায় প্রমুখ।
অণুগল্প/গল্প বিভাগে লিখেছেন অন্তরা রায়, অনুরাধা ধর ও পল্লব রায়। এছাড়া স্থানীয় খবর, চিত্রকলা, রিজিয়া সুলতানার শব্দছক ইত্যাদি নিয়মিত বিভাগ তো আছেই।
আশা করি নতুন বছরের এই 'বিশেষ সংখ্যা'টি আপনাদের সকলের ভালো লাগবে, সঙ্গে রইল লেখক ও পাঠকদের প্রতি নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
সুদীপ কুমার ধর
সম্পাদক, সমন্বয়
১৫ এপ্রিল, ২০২৩