প্রথম সংখ্যার পর মানুষের অভিব্যক্তি দেখে অনুভব করেছিলাম, আমরা পাশ নম্বর পেয়ে গেছি। মানুষের প্রত্যাশার পারদ ঊর্ধ্বমুখী ছিল, এটা একেবারেই জানা ছিল না। আমাদের অভিভাবক ও শিক্ষকদের চাওয়া ছিল, ‘আরও নম্বর বাড়াতে হবে’। দ্বিতীয় সংখ্যা বেরনোর পর বুঝলাম, ঠিক পথেই হাঁটছি। পাঠকের মতামত নিয়মিত আসা শুরু করেছে। তাঁদের শুভেচ্ছা যেমন পেয়েছি, তাঁদের অনুশাসন তেমনই মাথা পেতে নিয়েছি।
এটা মানতে বাধা নেই, আমাদের স্বল্প পুঁজি, বড় লেখক বা ভালো লেখকদের লেখা পাওয়া খুবই কঠিন। সাধারণ মানের লেখনী নিয়ে অথবা যাঁরা প্রথম লিখছে, তাঁদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছি। যোগাযোগের সূত্র ধরে আরো মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি, লেখা চাইছি। প্রত্যাশিত সংখ্যায় লেখা না পাওয়ায়, বাছ-বিচারের সুযোগ না থাকায়, সাধারণ মানের লেখা নিয়েই ওয়েব-ম্যাগাজিন সাজিয়েছি। দ্বিতীয় সংখ্যা থেকে সাহস করে ‘বিবিধ’ ও ‘শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন’ ম্যাগাজিনে সংযোজন করেছি। এখনো পর্যন্ত ভালই সাড়া পেয়েছি।
আমাদের লক্ষ্য ছিল একটাই, ‘ব্রিজের কাছে যখন এসেছি, ব্রিজ অতিক্রম করবই’। প্রতিজ্ঞা ছিল, ‘প্রথম সংখ্যা বার করতে পারলেই, আর পিছন ফিরে তাকাব না’। তখন থাকবে শুধু এগিয়ে চলা। কোনো প্রতিবন্ধকতাই আমাদের চলার পথের গতি আর রুদ্ধ করতে পারবে না।
আপনাদের আশীর্বাদ, শুভেচ্ছা ও সুপরামর্শকে পাথেয় করে, আমাদের লক্ষ্যপূরণে সক্ষম হবো, এই বিশ্বাসে নিরন্তর অটল আছি।
আশা করি, তৃতীয় সংখ্যাটিও আপনাদের ভালো লাগবে।
সুদীপ কুমার ধর
সম্পাদক, সমন্বয়
১৫ মার্চ, ২০২৩