সম্পাদকীয়

 

‘সমন্বয়’ ওয়েব পত্রিকার প্রথম সংখ্যা বেরনোর আগে অজানা আতঙ্কে ভুগছিলাম, না জানি কি হয়ে যায়, ভয় ছিল, শিবের পুজো করতে গিয়ে, না অশিবের আরাধনা করে বসি। আসলে এই ওয়েব ম্যাগাজিন বিষয়টা একেবারে অজানা, অচেনা ছিল, তার ওপর এর প্রযুক্তিগত দিকের বিষয়ে আমি এক প্রজন্ম পিছিয়ে পড়া। সর্বোপরি এর আর্থিক ভার, আমাদের ওপর কতটা বোঝা হয়ে দাঁড়াবে, সেদিকে ছিল গাঢ় অন্ধকার।

১৫ জানুয়ারি, ২০২৩ ‘সমন্বয়’ পত্রিকাটি দিনের আলো দেখার পরে কিছুটা চিন্তামুক্ত হই, তারপর যত মতামত আসা শুরু করে, তখন বুঝলাম, আমরা পাশমার্ক পেয়ে গেছি।

প্রথম বাধা তো উত্তীর্ণ হলাম, এবার আরো পরিশীলিত ও উচ্চমানের বিভিন্ন লেখার ডালি সাজিয়ে পাঠকদের পরিবেশন করার পালা। তাই ‘করুণাময়ী সমন্বয় সমিতি’র সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের কাছে আর্জি, আপনারা বিভিন্ন বিষয়ে লেখা দিন এবং আমাদের সাফল্যের সঙ্গে পথ চলতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

একটা পত্রিকা বের করা যত সহজ, তাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া তত কঠিন। তাই এবারে পত্রিকাটির প্রচারের দিকেও বেশি নজর ও মনোযোগ দিতে হবে। আশা করি, সকলের শুভেচ্ছায় আগামী দিনে আমাদের পথ চলা আরো মসৃণ, সুগম ও সফল হবে।

শুভেচ্ছা জানবেন।

সুদীপ কুমার ধর
সম্পাদক, সমন্বয়

১৫ ফেব্রুয়ারি, ২০২৩