সম্পাদকীয়

 

করুণাময়ী ও তৎসংলগ্ন অঞ্চলের মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক ও সমন্বয় সাধনের লক্ষ্যে সাহিত্য, সংস্কৃতি ও বিশেষ ব্যুৎপত্তি আছে এমন মননের খোঁজে, অল্প-বয়সিদের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে তাকে জাগরিত করার জন্য আমাদের মাসিক ই-পত্রিকা ‘সমন্বয়’-এর আবির্ভাব।

এই পত্রিকার মধ্যে একদিকে যেমন সাহিত্য, চিত্রশিল্প, মজা থাকবে, অন্যদিকে এতদঞ্চলের বিশেষ বিশেষ খবরের মেলবন্ধন ঘটবে।

আমাদের একান্ত অনুরোধ আপনারা ছড়া, কবিতা, অণুগল্প, কৌতুক, মহাপুরুষের বাণী ও আপনার অঞ্চলের উল্লেখযোগ্য খবর আমাদের কাছে পাঠান, যাতে আমাদের প্রচেষ্টা ফলপ্রসূ হয় ও নির্দিষ্ট লক্ষ্যপূরণে সক্ষম হয়।

প্রতিটি লেখাই অপ্রকাশিত ও মৌলিক হতে হবে। ছাপা অথবা সমাজমাধ্যমে প্রকাশিত লেখা গ্রহণযোগ্য নয়। আমরা সংসদ বাংলা অভিধান-এর বানানবিধি অনুসরণ করব।

শুভেচ্ছান্তে,

সুদীপ কুমার ধর
সম্পাদক, সমন্বয়

১৫ জানুয়ারি, ২০২৩