‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অন্ধকার জড়িয়ে হাঁটছি
কৃষ্ণা চতুর্দশী আলোহীন নক্ষত্রের নীচে, বিদীর্ণ স্মৃতিগুলোকে সাথে নিয়ে।
শস্যহীন ঊষর প্রান্তরে, শ্বাপদসংকুল জলাভূমি পেরিয়ে
ঘনায়মান অন্ধকারে অব্যক্ত কথাগুলোকে নিয়ে।
বিস্তৃত রাজপথ, জনহীন হাটখোলা পেছনে ফেলে অনুভূতিহীন ব্যথাদের নিয়ে।
রাতজীবীদের আহ্বান, প্রেতের অভিশাপ, অন্ধকারের যাত্রীদের ডাক উপেক্ষা করে
হেঁটে যাচ্ছি অভিযোগের পাহাড়গুলোকে সঙ্গী করে।
আলোকিত হবার লোভ ত্যাগ করে সমস্ত ব্যর্থতার দায় নিয়ে হেঁটে চলেছি অনন্ত অন্ধকারে...