‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তারপর
হাঁটতে হাঁটতে হাঁটতে
চোখে পড়লো অনামা এক নদী
তার দু'দিকে দুই তীরঃ
(উষা এবং গোধূলি)
সে আমায় বসতে বলে কোথায় যে বয়ে গেলো...
উষা আমায় দিল কী দারুণ এক গভীর প্রবঞ্চনা
কিন্তু গোধূলি রাগে ভাসতে ভাসতে এলো
এবং জয় করে নিলো
আমার গোধূলি
যার হৃদয়-বনে গভীর গহন ভালোবাসা -
বাবুই পাখির বাসা।