‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
প্রথম বার মা হবে সে!
কত স্বপ্নের বুননে, ঘরের পর্দার ফাঁকে
দূরের পাহাড়ের গায়ে, নীল আকাশের দেশে
আসবে একটি নতুন মানবী যখন!
কামনা করেছে সে, কন্যার ছবি
নিস্পাপ সে মুখে, ভরাবে চুম্বন তার!
আজ রাত শেষ হলে, যাবে হাসপাতালে।
হঠাৎই একি ভয়, কাঁপছে হাত পা থরথর
শুধু সেই নয়, গোটা ঘরখানা, এত রাতে!
তবে কি ধরিত্রী কাঁপে, এমন করে?
বাড়ীটা পুরনো অনেক, এ পাড়াও যেমন!
বাঁচতে হবে যেমন করেই হোক!
নতুন মানুষ কে দেখাতে হবে যে, এ পৃথিবীর সুন্দর মুখ!
কিভাবে বেরোবে, "বাঁচাও বাঁচাও আমাকে"
ক্রমাগত ডেকে চলে, করুণ সুরে
তার করুণাময় ঈশ্বরকে!
পড়ে যায়, পড়তে থাকে, তবু আপ্রাণ নিজের শরীরকে
আড়াল করে, জড়িয়ে ধরে থাকে নিজেকে
নবজাতিকার কান্নায় ভেসে যায় চরাচর।
চেতনা লুপ্তির পথে, ছিঁড়ে যায় নাড়ির বাঁধন।