‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
মেঘলা আকাশের শ্রাবণী প্রভাত
নেই গো কোথাও, শুধুই প্রপাত
প্রপঞ্চের ভাষা,
চলে গেছে কোন সুদূর প্রবাসে
নীরবে কাঁদে পাখিরা আকাশে
ভেঙেছে যে তার বাসা।
আলোর বলাকা কেবলই কাঁদে
সঙ্গী তাহার পরবাসে ফাঁদে
রয়েছে অন্ধকারে,
জগতে আজিকে জয়-পরাজয়
পেশাদার খোঁজে খুন নিশ্চয়
ঈশারায় সবাকারে।
মাটির প্রদীপ হারিয়েছে আলো
ছিন্ন বসন কদর্য কালো
মনোভূমি আজ রুদ্ধ,
কাঁদে কাঁটাতার একাকী নিবাসে
প্রকৃতির বুকে কোন আশ্বাসে
মানবী নহে গো ক্ষুব্ধ।
এ-কোন জগৎ, নহে গো আমার
সময় হয়েছে এবার নামার
জোট বেঁধে পথে পথে।
ক্রোধের আগুনে নিজেকে পুড়িয়ে
কারাগার পুরী ভেঙে ও গুড়িয়ে
ওঠো গো ধ্বংস রথে।