কবিতা

আফসানা পারভীন-২



চন্দন বিশ্বাস


আপনি হয় তো ভাবেননি সেভাবে কখনো
ভাবার কথাও না
অথবা ভেবেও সে ভাবনার কোনো প্রতিফলন দেখাননি আচরণে চোখেমুখে অভিব‍্যক্তিতে।

আবার এও হতে পারে
আমি যেভাবে ভাবছি তার কোনোটাই আপনার সিলেবাসে নেই।

তবে যাই থাক বা না থাক
আপনি তো ছিলেন
এখনও আছেন
আমার ভাবনায় জ্বলজ্বলে ব‍্যক্তিত্ব নিয়ে
আফসানা পারভীন।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।