কবিতা

দাও মা পরিত্রাণ



অলোক মুখার্জী


রাঙিয়ে উঠেছে সাধের আকাশ
কাশফুল মাঠে হাসে,
'মা' 'মা' ধ্বনি দূর হতে দূরে
আনন্দে বাতাসে ভাসে!

ভক্তিরসে মাতোয়ারা সবে
মনে আনন্দের ঢেউ,
'মা' 'মা' বলে ডাকছে সকলে
বাদ যায় না কেউ!

শঙ্খ ধ্বনি, বাদ্য ধ্বনি
ধূনোর গন্ধ সাথে,
উপভোগ হেতু মুখিয়ে সবাই
সময় নিয়ে হাতে!

হতাশার মাঝে শান্তি পেতে
তোমায় স্মরণ করে...
বাঁচার আশায় দিন গুণছে
যাদের অশ্রু ঝরে।

যত অনাচার,যত দূরাচার
হোক আজ অবসান,
অভয় দিয়ে বাঁচাও মোদের
চাই যে পরিত্রাণ!

সাজিয়ে তোল প্রকৃতিকে তুমি
সকলেরে সাথে নিয়ে,
বিশ্বজননী তুমি আমাদের
বাঁচাও আশিস দিয়ে।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।