কবিতা

শিউলি ফুল



প্রদীপ কুমার চক্রবর্তী


অরুণ লালিমা মেখে ঊষাদেবী হাসে
পূর্ব দিগন্তে চলে রঙের উৎসব
নিদ্রা ভাঙে বনদেবীর পক্ষী কলরব
অফুরান রূপ মাঝে প্রকৃতি উচ্ছ্বাসে।

কিশোরী শিউলিমুখী সুবাসিত আঁখি
শিউলি ঝরার কালে সব আনমনা,‌
পুষ্প কুড়ায়ে লয় কিভাবে বর্ণনা 
গাঁথবে নিখুঁৎ মালা অন্তরালে থাকি।

জীবন দেবতা আছে সেই মাত্র জানে
মহানন্দে তার গলে শিউলির মালা
ঝরনার গান শুনে অন্ত হবে পালা
শারদলক্ষ্মী বোঝে সব কিছুর মানে।

হলুদ শুভ্রদ্যুতি নবদণ্ড আগে
পূর্ণ যৌবনরাগে যত শিউলি জাগে।

আলোকচিত্রঃ বাণী কুমার কর।


কবি প্রদীপ কুমার চক্রবর্তী