‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
মা আসবে বাপের বাড়ী
তাই তো এমন সাজ,
লক্ষ্মী-গণেশ-সরস্বতী
কোথায় গেলি আজ?
অসুর'কে ও নিস যে ডেকে
মর্ত বলে কথা,
না খেতে পাওয়া মানুষগুলোর
সঙ্গে করিস দেখা।
ওরা থাকলে দুধে-ভাতে
তুইও পাবি ছানা,
মানুষ পূজলে তবেই ঠাকুর
নয়তো ঠাকুর কানা।।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।