কবিতা

আসুন



অমিত কাশ্যপ


একটা একটা দিন যায় আর মনে হয়
শিশুকাল বেশ ছিল, শরতের
সোনালি ভোর
সেই চেনা গন্ধ, সেই শিউলি ফোটার স্তব্ধতা
যেন পুজো পুজো, যেন আগমনী বার্তা।

আজকাল জীবনযাত্রাই অন্যরকম হয়ে উঠেছে
আগে প্রাতঃভ্রমণ ছিল নিয়মিত, এখন আর হয় না
আগে ঘুরে ঘুরে সবার খবর নেওয়া ছিল
রোজকার রুটিন, এখন আর হয় না
কেমন এক অস্থির লাগে, কেমন এক ঘোরলাগা
এরই নাম বোধহয় অনিত‍্যতা, এর নাম জীবন।

আজকাল অনিত‍্য জীবন যেন সামনে ঝুলে থাকে
প্রাত‍্যহিক কর্মকাণ্ডের মধ্যেও যেন তারই সংকেত
সামনের রাস্তা কী সত্যিই এগিয়ে আসছে
সেই আগুনের দরজা, সবাইকে বাইরে দাঁড় করিয়ে
বলবে, আসুন...

চিত্রঋণঃ 'হিরের আংটি' (১৯৯২)