আমি জানি এই পৃথিবীতে
আমি সম্পূর্ণ একা
এই একাকীত্ব হয়তো একদিন আমায়
সমুদ্র জয় করতে পথ বলে দেবে...!
আমি জানি কেউ কোনওদিন
নিজের সীমানা ভেঙ্গে
আমাকে কাছে ডাকবে না!
আর কেউ কখনও বলবে না
''চুপটি করে শান্ত হয়ে বসো
আমি তোমার মাথায়
আদর করে হাত বুলিয়ে দিই।"
তবুও নিরন্তর আকাঙ্খা আমার সর্বস্ব পুড়িয়ে দেয়।
জানি হয়তো অনেক কিছুই ভুল!
ভুল করে যা চেয়ে ফেলি
তা অতিক্রম করা বলে...
কিন্তু এছাড়া উপায় তো নেই!
পথ ভুলে যে পথকে নিজের
চেনা পথ করে নিয়েছি
সেই পথ দিয়েই হেঁটে চলা নিরাপদ।
তাই ভুল জেনেও বারবার সেই পথই
আমায় টেনে নিয়ে যায়...
মাঝে মাঝে সব কিছুই দূর্বোধ্য মনে হয়...
অতি চেনা জগৎ টাকেই মনে হয়
এটা পাল্টে যাওয়া পৃথিবী...!
যাদের কাছের মনে করি
তারাই কখনো আড়ালে রক্তাক্ত করে
আমার উদার মনকে...!
আমার সাজানো বাগান যাদের
অবাধ বিচরণ ভূমি...
তারাই প্রতিদিন বাগানের দামী ফুল ছেঁড়ে, যত্ন করে পোঁতা দামি গাছ নষ্ট করে,
তারপরও আমি বিশ্বাস করি
আমি ভুল করি...
অনন্ত ভুল পথকেই নিজের ভাবি।
তাই আজীবন আমার চেনা পথেই ছুটি
জানি ছন্দ মিলবে না,
সেই পথে আর ঘুঙুরের
ঝুমঝুম শব্দ আসবে না।
আসবে না মন অবস করা সঙ্গীতের সুর;
কবিতা বিদায় নিয়ে আসবে শুষ্ক, নিরস গদ্য...
আসবে না মৃদুমন্দ দখিণা বাতাস, থাকবে শুধু চাঁদি ফাটা নিদাঘ গ্রীষ্ম...
তবুও নীরব নিথর ওই পথেই
আমার মুক্তি খুঁজে ফেরা!