‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
প্রহেলিকাময় নিমেষনিহত আমি।
প্রহেলিকাময় অনুবাদের ভেতর কারা যেন বসন্তকে নাকাবন্দী করেছে।
যার কোন প্রতিবিম্ব নেই।
যে কোন আদাব কবুল করেনা।
অতএব প্রহেলিকা ও আঁধার তোমার সৎ বাঁচার উপকরণ।
এই যে তৈলচিত্র ও দস্তান
তেলাপোকার সঙ্গে কোথায় চললে।
তোমাদের শর্করা বহির্ভূত সংলাপের ভেতর
এক গুপ্তচর কোন ভনিতা ছাড়াই
চকচকে আলাপ ছড়িয়ে দিচ্ছে।
এখন আমি ও কাল
এক এক যুদ্ধের সেনানী ও আত্মঘাতক।