কবিতা

সময় কথা



অরুণ ভট্টাচার্য


সময়ের ঘুরপাকে শৃঙ্খলিত কথাগুলি
হিসেবী হয়েছে বড়ই।
বর্ষার কেলেঘাই নদীর মতো
বকুল ছাপিয়ে এখন আর বয়ে যায় না।
পাহাড়-ফাইল চাপা মুক্ত কথামালা
শিশির বিন্দুর মতো খোঁজে কচি দূর্বা মাঠ।

মুহূর্তের ব্যস্ত বিনিময়ে বুঝে নেয়
এ মাটি কেমন - উর্বর না কাঁকুরে।
ধান ক্ষেতে আগাছা তো থাকবেই,
তবু ভয় - না জানি
পরগাছারা ঢেকে দেয় সমস্ত শরীর।

বাতাসে মিথেন গ্যাস বর্জময় এই গঙ্গানীর।