কবিতা

স্বপ্নরা



শর্বাণী ঘোষ


কুরোশোয় স্বপ্ন দেখালেন কাল রাতে
এবং মৃত্যুর নিষ্ঠুর মিছিল। ভ্যান গঘ
অক্ষর সাজিয়েছেন প্রসারিত ক্যানভাসে
হলুদ সবুজ লাল নানাবিধ ছবি।
স্বপ্নরা বারংবার আসে চালচিত্রে
পাহাড় নদী ক্ষেত পেরিয়ে আলো অন্ধকার
গুহা প্রণালী, ঘুমের মধ্যে ঘুমিয়ে থাকে।

চিত্রঋণঃ অন্তর্জাল