কবিতা

কণিকা বন্দ্যোপাধ্যায় - শতবর্ষে স্মরণাঞ্জলি



মীনাক্ষী সিংহ


তোমার গানেতে আনন্দধারা বহিছে ভুবন ভরে
সুর যেন তব অমৃত কণ্ঠে সুধা হয়ে ঝরে পড়ে।
কখনো করুণ সুর বাজে যেন তোমার মধুর গানে
জম্বুবনের নীল অঞ্জন ছায়া যে ঘনায় মনে।
কখনো বা কোনো ভরা ভাদরের বিরহ খেয়ায় ভেসে
বিরহী চিত্ত পথটি হারায় কোন্ অজানার দেশে।
পূর্ণ চাঁদের মায়ায় তখন ভাবনা পথটি ভোলে
কবির গানেতে তুমি দিয়ে যাও অনেক কথাই বলে।
ঘন যামিনীর মাঝখানে বলা কবির না বলা বাণী
কোন অমৃতের পরশন দেয় মোদের হিয়ায় আনি।
কবির বাণীর সুধার পরশ শেষের পরেও অশেষ
তোমার গানেতে অনন্ত হয়, প্রহর হলেও শেষ।

চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।