‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
অন্ধকার তো আলোতে বাঁচে,
আলোর বাঁচা অন্ধকার
মৃত্যু যত, জন্মে বাঁচে
সত্য সবার... মিথ্যা কার?
শত স্বপ্ন মেলছে ডানা
কোন আগুনে পুড়বে বলে?
সময় খোলস ঝেড়ে ফেলে তাই,
সরীসৃপরা এগিয়ে চলে।
সঞ্জীবনী ভাবছো যাকে,
সেই তো জেনো আসল বিষ!
অন্ধকারের অশ্রুস্নাত
আগুন পাখি দিচ্ছে শিষ।
ফিনিক্স হতে আগুন লাগে,
ছাইটা তবে কোথায় যায়?
আগুন গর্ভে পুড়ছে হৃদয়,
ছাই জমে সব পাথর তাই।
পাথর যখন ভাঙবে তখন,
দেখা দেবে কি সূর্যোদয়?
স্বপ্নের ছাই সরালে পাবে...
স্পন্দিত এক কালো হৃদয়...