হোথায় দীপ জ্বলে, জীবনের উল্লাস
চলে হৈমন্তী নৃত্য, পতঙ্গের নিবেদন,
হোথায় হৃদয় মুক্ত, মানুষের উজ্জীবন
হেথায় নিকষ আঁধার, যা কিছু সর্বনাশ।
হোথায় আকাশে রামধনু, রঙের খেলায়
নীড়মুখী অসংখ্য পাখি, সংখ্যার আলপনা,
হোথায় গোরু ধুলো ওড়ায়, প্রকৃতি আটখানা
হেথায় ইতিহাস স্থবির, এখনও বাঁচার আশায়।
হোথায় শিউলি সুবাস, মন জুড়ে মুগ্ধতা
লোকায়ত ভোর সংকীর্তন, বহমান পরম্পরা,
হোথায় উজ্জ্বল দীপাবলি, আনন্দ উজাড় করা
হেথায় দমবন্ধ গুমোট, বাঁচার আকুলতা।
হোথায় মাঠভর্তি ফসল, হৃদয় পেয়েছে ঘ্রাণ
চাষীদের মাতামাতি ব্যস্ততা, নবান্নের তোড়জোড়,
হোথায় সাঁঝের আকাশপ্রদীপ, দেখে আগামীর ভোর
হেথায় অভিশপ্ত চারণভূমি, ব্যথাভরা প্রাণ।
হোথায় জীবনের ছন্দ, গতিময় আকাশ
কোলাহল কৌতূহলে প্রতিদিন মুগ্ধ পথচলা,
হোথায় নন্দিত প্রেম, কত কথা হয় বলা
হেথায় অস্তমিত তারা, খোঁজে আলোর আভাস।