‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বুকের মধ্যে উথাল পাথাল সমুদ্র
ঢেউগুলি তার নিজস্ব অভিমান
অভিমানে পাড়ের বালি হচ্ছে খান খান
বুকের মধ্যে মস্ত বড় এক আকাশ
আদিগন্ত মেঘ বিদ্যুৎ তীব্র তুফান
মেঘলা দিনে আকাশের উথলা অভিমান
বুকের মধ্যে ব্যর্থতা ও অনন্ত নীরবতা
ডানাকাটা মনপাখির গভীর হা হুতাশ
আনন্দ নেই কোন, কেবলই বিষ বাতাস
বুকের মধ্যে অনেক স্বপ্ন ও ঠিকানা
রাখালিয়া বাঁশি, অন্ধবিশ্বাস অহংকার
শ্মশান ঘাটে পোড়াকাঠে জীবন আবিষ্কার
বুকের মধ্যে মায়ের মুখ, তীর্যক আলো
সেই স্ফুলিঙ্গ নিয়ে নিভন্ত আগুন জ্বালো
প্রতিবাদের অগ্নি ধারায় সূর্যদেশ ভালো।