‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
শরীর জুড়ে নিরপরাধ আলো
মুহূর্ত ঘিরে আবহমান অপেক্ষা
সহজ শর্তে গভীরতম চাঁদ
বিপন্ন শোকে বাঁচিয়ে রাখে স্মৃতি হর্ম্য।
অলীক হাতে পঞ্চপ্রদীপ জ্বালাই
অন্ধকারে বিষাদরাত্রেই।
এখন আমার সরীসৃপ দেহ
ছায়ার থেকে দীর্ঘ হতে চায়,
রোজ রাতেই কি নীল নক্ষত্র বুকে নিয়ে ঘুমোনো যায়?
কিছু স্পর্শ সংগোপনে বাঁচে,
আঙুলগুলো এখনো সস্নেহে
শরীরে শব্দ হাতড়ায়।
শরীরে সাধনার আসন পেতেছিলেন তিনি,
উন্নিদ্র চাঁদের নর্ম ইঙ্গিতে কৃষ্ণ গহ্বরে পরকীয়া বৃষ্টি...
নিভু নিভু দীপ বিজয়ীর আসনে নিরাসক্তিজনিত মায়ায় বিরাজিত...
নাভির মধ্যে তারাখসার পর
আমি গড়ি যজুর্বেদ ঘর।
কিছু চুম্বন শরীরে মন্দির গড়তে জানে,
এ কি তাঁর অজানা?