কবিতা

ঘড়িটা



নূর সাহিম রেজা


ঘড়িটাই আঁচড় লেগেছে
অনেক দাগ এখন, ভিতরটা ঝাপসা হয়েছে।
সময় লাগছে সময় বুঝতে

পাল্টে নেওয়ায় যায় আবরণ, তবে
অন্তর অপরিবর্তিত এখনও

ঘড়িটা এমনই ভালো,
জীবনের মতোই চলছে, চলে যাচ্ছে এখন।