‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
যতবার ভাবি - সূক্ষ্ম এ সুতো ছিঁড়ে চলে যাই
মহাশূন্যে - অমৃতের দেশে;
তবুও হয় না যাওয়া,
ফিরে আসি মায়ের বুকে
সমস্ত শরীরে পাই প্রীতি সিক্ত ঘাসের চুম্বন,
মায়ার সুতোর টান এমনই কঠিন।
যদিও এখানে বাতাস আজ প্রেমহীন।