কবিতা

ঘুড়ি



অরুণ ভট্টাচার্য


যতবার ভাবি - সূক্ষ্ম এ সুতো ছিঁড়ে চলে যাই
মহাশূন্যে - অমৃতের দেশে;
তবুও হয় না যাওয়া,
ফিরে আসি মায়ের বুকে
সমস্ত শরীরে পাই প্রীতি সিক্ত ঘাসের চুম্বন,
মায়ার সুতোর টান এমনই কঠিন।

যদিও এখানে বাতাস আজ প্রেমহীন।