কবিতা

আত্মবপন



দীপঙ্কর বিশ্বাস


হেমন্তের ধুলো নিটোল প্রেম ঢেকে দিতে চাই,
ঢাকা পড়ে হিমেল যৌবন
ঢাকা পড়ে তৃপ্ত বাসনা,
প্রহর গুনে সে,শীতঘুম যাবে বলে।

পথ চেয়ে কাজলাখি,
সারাদিন মনে আঁকে সুখগাঁথা
আনকোরা হাতে জ্বেলে রাখে সাঁজবাতি
অপেক্ষার প্রহর গুনে
সোহাগী চুম্বন পেতে চাই।
লিপ্সায় উর্বর রাঙা ঠোঁট
এলোমেলো বেণী ছড়ায় মত্ততা।

শিশিরের লুকোচুরি ঘেটে দেয় আলপনা,
ঘেটে দেয় ভোরের হিঙ্গুল
কিছু অনুরাগে,কিছু অভিমানে
আত্মবীজ পুঁতে দেয় গোপনে।