‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কবিতাকে ভালোবেসে বাঁচা যায়
ভালো থাকা যায় বহুকাল।
চারপাশের আঁধার কেটে যায়
কবিতার রঙে,
আশেপাশে অজস্র মুখোশের আড়ালেও
মুখে মিথ্যের ছাপ পরে না।
শিরায় শিরায় রক্তের দামামা বাজে,
কবিতা দাগ কেটে যায়।
মৃত্যু আসার আগে
জীবনে সুবাস ঢেলে দেয় ছন্দ।
শিশু বয়সের ঘুম পারানি মাসিরা
ফিরে আসে অন্য রূপে
জীবন পথের বাঁকে বাঁকে।
অচেনাকে চিনিয়ে
অজানাকে জানিয়ে
একাকীত্বকে তুড়ি মেরে উড়িয়ে দেয়
কবিতার রূপ রস গন্ধ।
কবিতাকে ভালোবেসে ভোলা যায়
জীবনের কেটে যাওয়া ঘুড়ির সুতো।
উড়ে যাওয়া ফানুসের মতো
মনকে হারিয়ে নিয়ে যায়
হারিয়ে দিয়ে যায়
কতগুলো শব্দের আলিঙ্গন।