কবিতা

বিষম ফল



সুমন চন্দ্র পাল (বাংলাদেশ)


তারও এক
সবুজ স্বপন ছিলো
হলুদ রোদের তলে তাপাবে সে
আর্দ্র হৃদয়।
তবুও স্বপন দেখে
এই যে সুবিশাল সোমেশ্বরী,
আর তার শুষ্ক বালিয়াড়ি
এরা কতো জনমের সুহৃদ আমার
এই পলি বালি আর পানির দেশে, সবুজ কোমল আর শস্যের দেশে আবারও খাটাবে তাঁবু।

কালোপিচে চেয়ে থাকা সুদূর অতীতে
তারও স্বপন আজ রয়েছে অতীতে।

এখানে এসেছিলো রায়গুণাকর
দুধ ভাতের প্রতিশ্রুতি নিলেন সাহসে।

তার স্বপ্ন আর আশাগুলো পড়ে আছে বালুর গভীরে
একদিন মহুয়ার ফল ধরেছিলো, কিন্তু বিষম সুরা।