কবিতা

মোহভঙ্গ



সুব্রত চক্রবর্তী


নিশি ডাকছে বোধহয় অদূরে,
বাতায়ন উন্মুক্ত করে দাও -
ঐতো শুনতে পাচ্ছি আমি
শিয়াল ডাকছে, প্যাঁচা ডাকছে,
নিশুতি অমানিশা।
চোখ ঝাপসা হতে হতে গাঢ় অন্ধকার
আমার যাত্রা পথের শুরু হোক তবে।
ব্যাঙ্গমা ব্যাঙ্গমির কথোপকথন অস্পষ্ট
তবে তোমাদের অভিলাষ পূর্ণতার পথে।
বিপরীত মেরুর আকর্ষণ ক্ষীণ হতে হতে
এখন বিকর্ষণের ঊর্ধ সীমায় বিচরণ।
পরম বিলাসিতায় মগ্ন হয়ে
লোভের প্রাচীর ভেঙে ফেলেছো।
চরম সীমানায় পৌঁছনোর লক্ষ্যে
আমার সিদ্ধান্তকে উস্কে দিচ্ছ তোমরা,
প্রাচুর্যের বাসনায়,
পরম বিলাসিতার মোহে
আমার ঘন তমসাচ্ছন্ন
পথকে করেছো প্রশস্ত।
নিশি ডাকছে আরো কাছে
আমি শুনতে পাচ্ছি -
শিয়াল, প্যাঁচা, ঝিঁঝিঁর ডাক।
বাতায়ন করো উন্মুক্ত
শিয়রে আসুক স্নিগ্ধ নিশুতি অমানিশা।