কবিতা

নষ্টদের দানবমুঠোতে



মনিরুজ্জামান মনির (বাংলাদেশ)


একটা কিছু থাকবেই তোমার না থাকা জুড়ে
আর কতটা পাড়ি দিতে হবে দীর্ঘশ্বাস
গিরিখাত ভয়াল অরণ্য দু'নদীর সঙ্গমস্থল
আমার চোখের জলে লজ্জা নেই
বিষণ্ন মন; তবু আছে শান্তি আর তৃপ্তির ঢেঁকুর
তোমার না থাকা জুড়ে একটা কিছু থাকবেই।

এখনো হয়েছে কী, অনেক দুঃখ সইতে হবে
রুপোর ঘন্টায় বিদ্রুপের স্বর, দুঃখগুলো জোট বাঁধছে
ওরা পাখি হয়ে উড়ে যেতে চায়
আকাশের সুশীতল সুনীল আঁচলে
ঠোঁট চেপে কাঁপুনি বন্ধ করি জবরদস্তিতে
চোখ চেপে বন্ধ করি চোখের জল
মুন্ডুপাত করবে অনেকটা রক্ত ঝরবে ফুলের, তবু -
একটা কিছু থাকবেই তোমার না থাকা জুড়ে।

আচ্ছা আমার বুকের মধ্যে মগজের মধ্যে
যে দৌলত সে তুলনায় দুঃখ আর রক্ত কতটুকু
আলোর ধনে ধনী আকাশের নক্ষত্র আমি
আমার মধ্য সুশীতল অফুরন্ত ইচ্ছেশক্তি
কিছুতেই তা নষ্টদের দানবমুঠোতে যাবেনা
আমি সবকিছু বইতে পারি সবকিছু সইতে পারি।

আঁকাবাঁকা আঁধার নিষ্ফলা পথ নিয়তির মত
যেতেই হবে ও-পথে আর গতি নেই
এক অন্ধ শান্তিতে মন ভরে গেছে
আবারো নতুন নতুন দুঃখ সইতে হবে
কিন্তু মন কাকে যেন বলতে থাকে নিঃশব্দে
হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই
একটা কিছু থাকবেই তোমার না থাকা জুড়ে।