কবিতা

পিছুডাক



ডঃ ভারতী বন্দ্যোপাধ্যায়


বসত বাড়ির মন্দির ঘর ধুপ দীপ জ্বালা একাকী নিরব
ধান কাটা ভোর কুয়াশা সকাল আলোর মহোৎসব

ব্যস্তবাগিস ইছামতি নদী দুপারে জমজ ভাই
বিসর্জনের বাজনা বাজে আলোকিত রোসনাই

বাঁশপাতা জল ঐ ডুবে যায় সিঁদুর রাঙানো মায়ের মুখ
ঢাকের আওয়াজে দুরু দুরু কাঁপে কিশোরী মেয়ের শঙ্খিনী বুক

ভিজে মাটির গন্ধে মেশে দুফোঁটা অশ্রু দুফোঁটা সুখ
'কন্যাবিদায়' মনে পড়ে যায় ছেড়ে আসা সেই মায়ের মুখ

উদাসী বাউল একতারা খোঁজে উদাসী হেমন্তিকা
আকাশ প্রদীপ তর্পণ সারে পরায় স্মরণটিকা

শিশির সোহাগ পায়ে পায়ে হাটে ফসলের ঘর ভরন্ত
কার আগমনী কার বা বিদায় বার্তা পাঠায় বসন্ত

মাটির দাওয়ায় কাঠের উনুন ঘাস মাটি আর জল
কালো মেয়ের হলুদ আঁচল দুচোখ অশ্রু সজল

সুখের কলস সুখ হাঁটাহাঁটি এখনো রয়েছে বাকি
এসো তবে সেই ভালোবাসা ঘরে আরো কিছু দিন থাকি।