কবিতা

সমকালের ছড়া - ৩



অভিজিৎ রায়


জবাব দিন, কর্মহীন, যুবক আজ
করবে কি!
আন্দোলন, ঝান্ডা তার সিংহাসন
লুটবে কি?

শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, ভিক্ষাটার
ভরসা কী?
বাড়ছে ঋণ, উন্নয়ন সত্যি আজ
হচ্ছে কী!

বিরক্তির পথ্য কই? ওষুধ কেবল
যন্ত্রণা?
আপোষকাল লজ্জাহীন শুনছে কার
মন্ত্রণা?

কোথায় ক্ষোভ? শুধুই লোভ চোখ জুড়ে
ক্লান্তিহীন;
আন্দোলন আসবে তাই বোকার দল
গুনছে দিন।

গুনছে লোভ কাটমানি, পাওয়ার প্লে
আইপিএল
লুঠছে ব্যাঙ্ক রাজনীতি; সব বুঝি
পুঁজির খেল?

খেল খতম করবে কে? কার আছে
শিরদাঁড়া?
শিক্ষা চাই; স্বাস্থ্য চাই, বলবে কি
সবহারা?
মানুষজন? বলবে কোন ভিত্তিতে
জানতে চাই;
শব্দ আজ খুব নারাজ; মৌনতার
নেইকো ঠাঁই।