কবিতা

তোমাকে ভালবাসবো বলে



সফিউল আলম


তোমাকে ভালবাসবো বলে
কোন দিনক্ষণ ঠিক করে
প্রপোজ করিনি,
তোমাকে ভালবাসবো বলে
ফেব্রুয়ারী চৌদ্দ'র অপেক্ষায় বসে থাকিনি...

যেহেতু ভালবাসা তোমার আমার মাঝে
মনগড়া কিছু আবোল তাবোল
কোন শব্দ শুধু নয়,
যেহেতু ভালবাসা হাতে গড়া কোনো
নীরব নির্বাক পুতুলও নয়...

ভালবাসা ওপার থেকে ভেসে আসা
হৃদয়ের আশা, ভালবাসা নিখাদ পবিত্র ভাষা,
ভালবাসা সহস্র হতাশার মাঝে
অন্তর গূঢ়কোনে এক ফালি
রোদ্দুরের প্রত্যাশা।