তোমার গানে ভরলো ভুবন মন্দ্রমধুর তানে
রবীন্দ্রনাথ নতুন করে ধরা যে দেয় প্রাণে।
কণ্ঠে তোমার রবির বাণী গভীর সুরে তালে
নাম না জানা কোন বেদনায় নয়ন ভরে জলে।
বিশ্ব যখন নিদ্রামগন আঁধার ভুবন জুড়ে
আলোর প্রদীপ উঠলো জ্বলে তোমার সুরে সুরে,
কবির যে গান চিত্ত ভরায় সুধা ঝরায় কানে
গভীর পথের পায় যে দিশা তোমার গানে গানে।
মরণ যে হয় শ্যাম শোভন হৃদয় হরণ করা
গভীর ব্যাথায় আপনি ঝরে নয়ন জলের ধারা।
ময়না পাড়ার কৃষ্ণকলি তোমার সুরে তানে
আষাঢ় মাসের সজল হাওয়া ঘনিয়ে আনে প্রাণে,
পথভোলা কোন পথিক সে যে ডাক দিয়ে যায় কানে
কবির ভাষা সুর খুঁজে পায় তোমার মধুর গানে।
চিরজনম ধরে কাঁদায় দরদী যে মন
তোমার গানে তাকেই যে পাই - সেই যে আপনজন।
শারদপ্রাতে কোন বেদনায় খেলা যে যায় থেমে,
তোমার গানে দুচোখ ভরে জল যে আসে নেমে।
গভীর সুখ আর মধুর ব্যথা তোমার গানে গানে
হিয়ার মাঝে কোন অসীমের পরশ বয়ে আনে।
সুচিত্রা - তাই কণ্ঠ তোমার চিত্রময়ী বাণী
তোমার গানে পড়লো বাঁধা কবির ভুবনখানি।
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।