এসো আলো ভরা সুখে দীপাবলি রাতে
আলো তুমি নাচ করো আঁধার বুকে
গান গাও খুশি মনে তৃপ্ত মুখে
যত গ্লানি পাপ তাপ মোছো নিজ হাতে।
দুর্নীতি কেড়ে নেয় তোমার হাসি
তুমি ছাড়া উৎসব বড়ো বেমানান,
প্রত্যাশা মানুষের করো জয়গান
উচ্ছ্বাস তুমি দাও শুধু রাশি রাশি।
আলো, তুমি এ মনের, আলো জীবনের
আলো, তুমি দুচোখের মুগ্ধ ধরায়,
আলো, তুমি শিক্ষায় শুভ চেতনায়
তুমি আলো সুর-সুধা সেই সুদিনের।
দীপালিকা, জ্বালো দীপ দীপ্ত ক্ষণে
ক্ষোভ লোভ হিংসাকে বিঁধুক দীপন
দীপিত সে ভাবনায় উড়ুক কেতন
দিক জয়ী দীপিকার তরুণী মনে।
আলো, তুমি বিহঙ্গ প্রতি সকালে
আশাবরী স্বরলিপি আলো জলসায়
আলো দিয়ে রচো প্রেম নিবিড় মায়ায়
আলো ছায়া শূন্যতা প্রতি কপালে।
দীপাবলি ঘরে ঘরে জ্বালাও আলো
অন্ধ পতঙ্গ খোঁজে সোনার মরণ,
মৃত্যুতে দীপালির আশিস বরণ,
জগতের কল্যাণে আলো হোক ভালো।