কবিতা

হায় শীত!



প্রদীপ কুমার চক্রবর্তী


হায় হায় এই শীত
কি কদর্য কুৎসিত
থেমে গেছে সব গীত    দিন দিন
কোথায় উত্তুরে হাওয়া
কিভাবে বেড়াতে যাওয়া
শীতের রসিয়ে খাওয়া    মজাহীন।

কম্বল লেপ কাঁদে
কেমন পড়েছে ফাঁদে
জটিল ব্যাধিতে বাঁধে    হাঁসফাঁস,
এই যে কি অঘ্রান!
সব গেল জাত মান
শীত-আশা হয় ম্লান    সব নাশ।

এখনও বাতাস চাই
গরম কাটাতে ভাই
আরাম চাইছি তাই    নিরূপায়,
কুয়াসা ধোঁয়াশা জামা
শীত দেয় রোজ হামা
এবার ঘষবো ঝামা    অসহায়।

বাজারে কমলাপেল
কোথা ক্রেতা ডাহা ফেল
শীতের এ কী যে খেল    ভাবি তাই,
খেঁজুরে জিরেন কাট
মিথ্যা সব ঠাট বাট
শুধুই শুকনো মাঠ    ওড়ে ছাই।

সূর্য ঢেকেছে মুখ
মনে তার বড়ো দুখ
কেমনে শীতের সুখ    হা কপাল,
বাজারে নলেন গুড়
সব দেখি ভিন্ন সুর
টোকো স্বাদ ভরপুর    যেন জাল।

কে বলে নিম্নচাপ
শীত বলে বাপ বাপ
কি করে ফেলি রে হাঁফ    আসে ঝড়,
মই দেবে পাকা ধানে
শীত কাঁদে মরা গাঙে
বুঝিনা কি এর মানে    জর্জর।