‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
রাতের পাহাড়ের রাস্তায়
আলো আঁধারের পথ
পাশাপাশি তোমার উষ্ণ পরশ
লোমহর্ষক তীব্র আভাস,
মানুষ নাকি কোন পশুর
দু-হাতে জড়িয়ে ধরলে ভয়ে
পাশের হালকা জঙ্গল থেকে
বিভৎস মানুষটা যেন অসুর,
খাবার চাইলো চোখ ছলছল
কেনা খাবার দিলে, একটা শব্দ
ফাল্গুনি, খাবার খেতে খেতে
তুমি নেই, সময় যেন দলদল,
এই আইএএস আজও খুঁজে
চলেছে ত্রিশ বছর শরীর দুর্বল,
পাহাড়ের ভালোবাসা যেন বেশ
পাগলের জীবনভর কারাবাস।