কবিতা

আমি পার হই



সুমিত ঘোষ


এই ঝলসানো আলোর সরণি বিপণি
এ শপিং মল, মানুষের ঢল, এ মহানগর
এ আলোকিত অন্ধকার ছেড়ে
আমি পার হই, মজা নদী, চড়া রোদ
খরায় পোড়া ক্ষেত ও খামার আমি পার হই,
এই স্তব্ধ বন্ধ্যা মন আমি পার হই
শব্দের পাখায় অস্তাচলে যাওয়া
সূর্য্যের দিগন্ত আভায়।

শব্দ আমাকে শেখাল প্রতিদিন
রসমঞ্জরী, প্রাণজ পুষ্পের আদল
আর অমৃতের ভাষা;
সব বাধা ডিঙিয়ে তারই সঞ্জীবনী দিয়ে
নৈকট্য রাঙ্গিয়ে রাখি
এসো রসমঞ্জরী, এসো নিভৃত সংলাপ
অন্য কোন ভূখণ্ডের আবিষ্কারে তোলপাড় এই দিন
ফুল ফোটানোর কিছু অদেখা দিন
ঐ দেখ ডাকছে আমায়
ঐ দেখ ডাকছে তোমায়।