‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তখন ছিল মেঘলা বিকালবেলা
উবু দশের খেলার সাথি ছেড়ে,
কারও টানে যাচ্ছে চলে মন
বিকেলবেলা আরেকটু বেশ হলে
লুকোচুরির জমতো আলাপন।
তখন ছিল উজান স্রোতে ভাসা
সন্ধ্যা হলে অবশ হতো দেহ,
যেমন খুশি তেমন ভাবার দেশে
মন টানতো দীর্ঘ মৌতাতে
জমতো আসর সব ভাবনার শেষে।