কবিতা

তখন ছিল



তাপস সরখেল


তখন ছিল মেঘলা বিকালবেলা
উবু দশের খেলার সাথি ছেড়ে,
কারও টানে যাচ্ছে চলে মন
বিকেলবেলা আরেকটু বেশ হলে
লুকোচুরির জমতো আলাপন।

তখন ছিল উজান স্রোতে ভাসা
সন্ধ্যা হলে অবশ হতো দেহ,
যেমন খুশি তেমন ভাবার দেশে
মন টানতো দীর্ঘ মৌতাতে
জমতো আসর সব ভাবনার শেষে।