‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
বাঁচার জন্যই বাঁচে মানুষ
নিজের জন্যই বাঁচে,
প্রেম ভালবাসা অর্থহীন
নরম মাটির খোঁজে।
বেশিক্ষণ বাঁচল না
সুন্দর পৃথিবীতে,
দু-ভাগ হল দেহখানি
হয়তো খাঁড়ার কোপে।
মনে হলো বলছে ওরা
কান্না ভেজা ওষ্ঠে,
কেন আমি বলি হবো
তোদের মানত যূপকাষ্ঠে?
পাঁঠা থেকে হলাম খাসি
তোদের ইচ্ছেই চলি,
শত আদরে রেখেও কেন
কাটছো গলার নলি?
আমার কি দোষ বেঁচে ছিলাম
ছাগ জন্ম নিয়ে,
তোমার কার্যসিদ্ধি শোধ করবো কেন
আমার জীবন দিয়ে?
চিত্রঋণঃ অন্তর্জাল থেকে প্রাপ্ত।