‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ধরো এমন একটা দৃশ্যপট তৈরি হতো যদি
তোমার আমার একটা গল্প লেখা হতো
কিম্বা গল্পগুলো আকাশের তারায় তারায়
ছড়িয়ে যেত অনাবিল পবিত্র পদ্মপাতার মতো।
সান্ধ্য স্মৃতির নিয়ন আলোয় কফির সাথে কুকিজ
কিংবা ধরো
গ্রামের আলপথ ধরে আঙ্গুলে আঙ্গুল ছুঁয়ে থাকা।
তুমুল যাদু বৃষ্টিতে ধুয়ে যাবে বীতরাগ আর বিবর্ণতা
এমন গল্পকথা সত্যি হয়না কখনো, জেনেও
বন্ধু চলো বাঁচিয়ে রাখি কিছুটা গোধূলির আলো
আর আমাদের নিজস্ব কিছু অকারণ কথা,
মাঝ রাত্রে আলোর নদী বয়ে যাক যেখানে খুশি
মিথ্যে গল্পেও সূর্যোদয় একই রকম নিষ্কলঙ্ক থাকে।