কবিতা

নিজেকে বোঝাই



প্রণবেশ ভট্টাচার্য


মানুষে লেখা আছে দাম
জীবনের শূন্য খামে,
ধরিয়ে দেয় ভালোমানুষির নামে,
একরাশ সান্ত্বনার খড়কুটো
মনের ও মন আছে জানি,
তবু কেন যে মানি না
শরীরের মন আছে দুটো

দেওয়ালে কান পেতে শুনি
চিৎকার মাখা জঞ্জালে
জড়িয়ে পড়ে আছে,
হৃদয়ের লাশ...
ছিড়ে যাওয়া ঘুড়িটা
বলে দিতে পারে,
মুমূর্ষু আবেগের, দীর্ঘশ্বাস...

আজও তাই অকারণে
খুঁজে যাই, ব্যথাদের ভীড়ে
পুড়ে যাওয়া ইতিহাস...
যার ছাই উড়ে গেছে,
কালবোশেখিতে,
নিয়ে গেছে দূরে, বহুদূরে
নীরবে ক্ষত পাওয়ার বারোমাস...
...পড়ে আছে আধপোড়া খামে ...ভাগ্যের পরিহাস।