‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
কবিতার মিছিল বন্ধ হয়েছে
শব্দদের ধর্মঘটে আটকা পড়েছে অনুভূতি।
কল্পনার মেঘ হয়েছে রঙহীন
সে মেঘে চাতকের অপেক্ষা বাড়ে
তৃষ্ণা মেটে না।
জোনাকিরা হারিয়ে গেছে মেকি আলোর তীব্রতায়।
নক্ষত্ররা হারিয়ে গেছে আরো গভীর অন্ধকারের ভীড়ে।
ঘাসের ডগায় শিশির মাড়িয়ে রোদের বুকে হারিয়ে যায় প্রেম,
আরো ভালোবাসা অথবা অপ্রেমের হাতছানিতে।