কবিতা

একটি অতর্কিত মিছিল



মুন্সি কবির (বাংলাদেশ)


তুমি বরং সড়কবাতি নিভে গেলেই এসো। তখন
নাচতে নাচতে বেরিয়ে আসবে জোকারের দল।
এখানে মনের হাট বসে শুক্লপক্ষের ক্ষণে, বরং
একটু আগে আসাই ভালো... না হলে মিছিলটা মিস্ করবে।
দলে-দলে চলেছে অসহ্যপুর গ্রামে। ওখানে ফুলের
চেয়ে অফুলেরই বেশী কদর। কেউ অন্যায় কিছুই
করে না কারণ - অন্যায়-এর প্রতিবাদই অপরাধ।
জানিনা তুমি মিছিলে সামিল হবে কিনা।
যারা আসবে তারা হলো - কবি, হাতে স্টেনগান।
আসবে লেখক, তাদের ঝোলা ভর্তি গ্রেনেড।
আসবে সমাজসেবী,সকলেই উলঙ্গ;
কারণ এদের ত্বক বেয়ে অনর্গল নির্গত হয় বিদ্ধংসী অক্সিজেন।
তুমি এলে নিখাদ প্রেম, অমায়িক সহমর্মিতা, মানবিক
গুণাবলী আর দেশাত্মবোধের তকমাগুলো রেখে
এসো। কেননা সার্চপার্টিরা এগুলোর একটা কিছুও
যদি পায় তবে তোমার নির্ঘাত অমনিবাস। বুঝে দেখো আসবে কিনা?
একমাত্র তোমার জন্য, একমাত্র তোমার জন্যই
সমস্ত পাহারাদারগুলোকে অমৃত খাইয়ে আমি
কিছুক্ষণের জন্য ভয়ঙ্কর সুন্দর আর খুব প্রিয় এক বিষন্ন দেশে পাঠিয়ে দিতে প্রস্তুত আছি।