কবিতা

মৃত্যু



নিয়ামুল কবীর রাজু (বাংলাদেশ)


সুনীলকে দেওয়া কথা কেউ রাখেনি
রফিক আজাদের জন্য কেউ প্রতীক্ষা করেনি
অরন্যককে বলেছিল মনে থাকবে

কিন্তু ভুলেছে সবাই

কারোর বুকে মাংসের গন্ধ
কারোর বুকে প্রতি হিংসা
কারোর বুকে ঐশ্বর্য

তুমি কেন কেন বসে আছো আমার অপেক্ষায়?
আমায় কি খুব বেশী ভালোবাসো?

তোমার হাতছানি হৃদয়ে দোলা দেয় অনুকম্পা তোলে,
তোমার এই প্রতীক্ষা, তিতিক্ষা আমাকে পোড়ায়,
তোমার আলিঙ্গনে হতে চাই নিঃশেষ ভালোবেসে তোমাতে।
আমি আর তুমি আর আমি পালকিতে যাবো মোদের মাটির ঘরে।
মোদের বাসরে প্রিয়তমা তুমি এসো লাল শাড়ী পরে এসো কিন্তু মনে থাকবে?

আমার কেন জানি সাদা পছন্দ হয় না।
সাদাতে নাকি শান্তি
এই ভ্রান্তিতেই তো গেলা এই ধরণী
আমি অনেক ক্লান্ত
পা টা আর চলতে পারছে না
প্রিয়তমা তোমার ভালোবাসার রক্তাত্ত লাল শাড়ির প্রান্তর বিছিয়ে দাও
আমি ঘুমাবো।