কবিতা

টুকরো ভাবনা



পিয়ালী মুখোপাধ্যায়


তোমার রক্তক্ষরণ
আমার অভিশাপ।
তোমার জয়ধ্বনি
আমার আত্মঅহংকার।
তোমার এক টুকরো হাসি
আমার প্রাচুর্য।
তোমার যন্ত্রণা
আমার অপারগতা।
তোমার ভালোবাসা
আমার মুক্তি।

চিত্রশিল্পীঃ পিয়ালী মুখোপাধ্যায়।