‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
তোমার রক্তক্ষরণ
আমার অভিশাপ।
তোমার জয়ধ্বনি
আমার আত্মঅহংকার।
তোমার এক টুকরো হাসি
আমার প্রাচুর্য।
তোমার যন্ত্রণা
আমার অপারগতা।
তোমার ভালোবাসা
আমার মুক্তি।
চিত্রশিল্পীঃ পিয়ালী মুখোপাধ্যায়।