‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
পিচ-কালো রাস্তার মোড়টা ঘুরে
একটু ইটের পথ ধরা।
আসলে পেছন ফেরার চেষ্টা।
সেই সংকীর্ণ এবড়ো-খেবড়ো পথ
শিশিরভেজা ঘাস, মাটির সোঁদা গন্ধ
আর লতানো সবুজের আলিঙ্গন।
রং-তুলির পসরা সাজিয়ে মনে,
অস্পষ্ট ক্যানভাসে আঁচড় কাটার প্রচেষ্টা।
শীতের গোধূলি, একটি ঝুপড়ি চায়ের দোকান
দুটি মানুষ, মাটির ভাঁড় আর
গরম চায়ের ধোঁয়া।
ধোঁয়া? না ধোঁয়াশা?
ঘুম ভাঙে হঠাৎ অন্ধকারে,
নাকে আসে পোড়া পিচের গন্ধ,
পা দুটি আটকে থাকে থকথকে কালো পিচে।
পিচের ধোঁয়ায় ক্যানভাসটাও হয় কালিমালিপ্ত,
হারিয়ে যায় ফেরার পথ।
শুধু থেকে যায় ব্যর্থ প্রচেষ্টা।
স্কেচঃ রাজর্ষি দত্তরায়।