কবিতা

ইচ্ছেডানা



উত্তম চক্রবর্তী


সব ঠিক আছে এখনও
একমুঠো দিন শেষ হয়
দীনতা বাড়ে রোজ রোজ
সিলেবাসে এক সিরিয়াল
ফেসবুকে নতুন প্রপোজ।
রাতময় দিনের শরীর
আশরীরী মুখের সারি
আত্মজ বহুদূরে
লক্ষ্মণরেখায় আড়ি
লৌকিক গরাদ লিখন

কথা যেন ওড়ে আনমনে
কী আর চাওয়ার আছে
শেষ যদি হয় সম্মানে।

স্কেচঃ রাজর্ষি দত্তরায়।