‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
সব ঠিক আছে এখনও
একমুঠো দিন শেষ হয়
দীনতা বাড়ে রোজ রোজ
সিলেবাসে এক সিরিয়াল
ফেসবুকে নতুন প্রপোজ।
রাতময় দিনের শরীর
আশরীরী মুখের সারি
আত্মজ বহুদূরে
লক্ষ্মণরেখায় আড়ি
লৌকিক গরাদ লিখন
কথা যেন ওড়ে আনমনে
কী আর চাওয়ার আছে
শেষ যদি হয় সম্মানে।
স্কেচঃ রাজর্ষি দত্তরায়।