‘সমন্বয়’ একটি উদ্যোগ একটি ভাবনা। যার জন্ম করুণাময়ী সমন্বয় সমিতি-র ছত্রছায়ায়।
এটি একটি মাসিক ওয়েব ম্যাগাজিন, যার উদ্দেশ্য আঞ্চলিক সুপ্ত ও অর্ধবিকশিত প্রতিভাকে সকলের মধ্যে তুলে ধরা।
ইদানিং আর কোনো আলো ছুঁয়ে দেখি না,
সংগ্রামী রোদ্দুর গায়ে পড়লে বালিশ ভেজাই;
যদিও বা কৃতজ্ঞতাবোধে কাঁধে কাঁধ রেখে শ্মশানযাত্রী হই,
তবুও ক্ষয়িষ্ণু ব্যাধির মতো ভেঙে পড়ি খসে পড়া বীজের কান্নায়।
মাঝে মাঝে বশ্যতার বুনিয়াদ ভেঙে ছুঁয়ে দেখি আলো,
আলো নয়তো প্রাণবায়ু বাতাস;
মাঝে মাঝে অকৃতজ্ঞতার মতো ইচ্ছে করে ভেঙে ফেলি অতীত ধূসর,
অতীত কেন হবে বহমান কঠিন পাথর।
কৃতজ্ঞতা বড় হয়ে দেখা দিলে ভেঙে যায় স্বপ্ন-মধুর বুনিয়াদ,
আর তখন আনন্দযাত্রার পথে নেমে আসে বালুঝড়।